Friday, May 17, 2019

কলিশোষিত

কলিশোষিত
আমি খুবই নমনীয়
সাথে অধিক সহনীয়...
সুযোগ বুঝে করে সবে
যা যা তাদের করনীয়...
boss বলো বন্ধু বলো
সবাই আমায় কাছে চায়...
আমি ছাড়া sacrifice করার
তাদের কাছে কেউ নাই...
প্রতিনিয়ত নিয়ম ভেঙ্গে
করে তারা নতুন আইন...
আমার বেলায় ত্রুটি হলে
কপালে জুটে অধিক ফাইন...
real বলতে কিছু নেই
কপটতার জয়জয়কার...
বাস্তব ভেবে মরিচীকায়
করছি আজ হাহাকার...
ভাল হয়োনা ভাল সাজো
বাহবা'র হবেনা অভাব...
কলিযুগে এটি যে ভাই
মানব জাতির স্বভাব...
মি. সেন ভাবছে বসে
দেখা হবে যাত্রা শেষে...
থাকবো নিরব দেখবো শুধু
অন্তিমে আমি হাসবো মৃদু...

collected by: 

Tuesday, May 7, 2019

🔔অক্ষয় তৃতীয়া🔔 🌍আগামী ৭মে মঙ্গলবার অক্ষয় তিথি.....






অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোন শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে।
যদি ভালো কাজ করা হয় তার জন্যে আমাদের লাভ হয় অক্ষয় পূণ্য আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। তাই এদিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত। খেয়াল রাখতে হয় ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায়। কখনো যেন কটু কথা না বেরোয় মুখ থেকে। কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেলি বা কারো মনে আঘাত দিয়ে না ফেলি। তাই এদিন যথাসম্ভব মৌন থাকা জরুরী। আর এদিন পূজা,জপ,ধ্যান,দান,অপরের মনে আনন্দ দেয়ার মত কাজ করা উচিত। যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে।
এবারের অক্ষয়তৃতীয়া সবার ভালো কাটুক – এই কামনায় করি।
এদিন যে,সকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল।
১) এদিনই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে।
২) এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে এসেছিলেন।
৩) এদিনই গণপতি গনেশ বেদব্যাসের মুখনিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন।
৪) এদিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে।
৫) এদিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়।
৬) এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাঁকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব-লক্ষ্মীর পূজা করা হয়।
৭) এদিনই ভক্তরাজ সুদামা শ্রী কৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তাঁর থেকে সামান্য চালভাজা নিয়ে শ্রী কৃষ্ণ তাঁর সকল দুঃখ মোচন করেন।
৮) এদিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং ভগবান তার সখীকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ।
শরনাগতের পরিত্রাতা রূপে এদিন শ্রী কৃষ্ণা দ্রৌপদীকে রক্ষা করেন।
৯) এদিন থেকেই পুরীধামে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে রথ নির্মাণ শুরু হয়।
১০) কেদার বদরী গঙ্গোত্রী যমুনত্রীর যে মন্দির ছয়মাস বন্ধ থাকে এইদিনেই তার দ্বার উদঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয়দীপ যা ছয়মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল।
১১) এদিনই সত্যযুগের শেষ হয়ে প্রতি কল্পে ত্রেতা যুগ শুরু হয়।
অক্ষয় তৃতীয়া সম্পর্কে একটি পুরানিক গল্প দেয়া হল :
ধর্মরাজ যুধিষ্ঠির একবার মহামুনি শতানিককে অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য কীর্তন করতে বললেন ।
শতানিক বললেন পুরাকালে খুব ক্রোধসর্বস্ব , নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন । ধর্মকর্মে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল,না । একদিন এক দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ তার নিকট অন্ন এবং জল ভিক্ষা চাইলেন । রণচন্ডী হয়ে ব্রাহ্মণ কর্কশ স্বরে তাঁর দুয়ার থেকে ভিখারীকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন যে অন্যত্র ভিক্ষার চেষ্টা করতে ।
ক্ষুধা-পিপাসায় কাতর ভিখারী চলে যেতে উদ্যত হল ।
ব্রাহ্মণ পত্নী সুশীলা অতিথির অবমাননা দেখতে না পেরে দ্রুত স্বামীর নিকট উপস্থিত হয়ে ভরদুপুরে অতিথি সত্কার না হলে সংসারের অমঙ্গল হবে এবং গৃহের ধন সমৃদ্ধি লোপ পাবে … একথা জানালেন ।
স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে ভিখারীকে তিনি ডাক দিলেন এবং ভিখারীর অন্যত্র যাবার প্রয়োজন নেই সে কথা জানালেন । সুশীলা ত্রস্তপদে তার জন্য অন্নজল আনবার ব্যবস্থা করলেন । কিছুপরেই তিনি অতিথি ভিক্ষুকের সামনে সুশীতল জল এবং অন্ন-ব্যঞ্জন নিয়ে হাজির হলেন । ভিখারী বামুন অতীব সন্তুষ্ট হলেন এবং সে যাত্রায় সুশীলাকে আশীর্বাদ করে সেই অন্নজল দানকে অক্ষয় দান বলে অভিহিত করে চলে গেলেন ।
বহুবছর পর সেই উগ্রচন্ড ব্রাহ্মণের অন্তিমকাল উপস্থিত হল । যমদূতেরা এসে তার শিয়রে হাজির । ব্রাহ্মণের দেহপিঞ্জর ছেড়ে তার প্রাণবায়ু বের হ’ল বলে । তার শেষের সেই ভয়ঙ্কর সময় উপস্থিত । ক্ষুধা ও তৃষ্ণায় তার কন্ঠ ও তালু শুকিয়ে গেল । তার ওপর যমদূতেদের কঠোর অত্যাচার । ব্রাহ্মণ তাদের কাছে দুফোঁটা জল চাইল এবং তাকে সে যাত্রায় উদ্ধার করতে বলল ।
যমদূতেরা তখন একহাত নিল ব্রাহ্মণের ওপর ।
তারা বলল ” মনে নেই ? তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিখারীকে নির্জ্জলা বিদেয় করেছিলে ?”
বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে ধর্মরাজের কাছে নিয়ে গেল ।
ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন ” এঁকে কেন আমার কাছে এনেছ্? ইনি মহা পুণ্যবান ব্যক্তি ।বৈশাখমাসের শুক্লা তৃতীয়া তিথিতে এনার পত্নী তৃষ্ণার্ত অতিথিকে অন্নজল দান করেছেন । এই দানঅক্ষয় দান ।

Sunday, May 5, 2019

ঘূর্ণিঝড়ের আগে করনীয়-

ঘূর্ণিঝড়ের আগে করনীয়-

১। ইন্টারনেটে পোস্ট দেখে আতঙ্কিত না হওয়া।
যেকোনো পেইজে ঘূর্ণিঝড় নিয়ে পোস্ট দেখে আতঙ্কিত না হয়ে টিভি অথবা এফএম রেডিও এর খবর শুনুন। রেডিও এবং টিভিতে ভেরিফাইড নিউজ পাবেন। বিপদে শান্ত থেকে সমাধানের চেষ্টা করাই আসল কাজ।

২। চার্জ দেওয়া
পাওয়ার ব্যাংক, চার্জার লাইট, টর্চ লাইট এ চার্জ ফুল রাখুন। এর আগে ঘূর্ণিঝড় আইলার জন্য ১ দিনের বেশি বিদ্যুৎ, গ্যাস, মোবাইল ফোন এর সার্ভিস পাওয়া যায়নি। ঢাকায় আছি বলে কিছু হবে না, এমন মনে করা বোকামি। ব্যাকআপ হিসেবে মোমবাতি এবং লাইটার রাখা ভালো। তবে প্রাকৃতিক দুর্যোগের সময় আগুণ সব সময়ই লাস্ট অপশন।
৩। ফার্স্ট এইড বক্স
প্রাকৃতিক দুর্যোগের সময় পানিবাহিত রোগ ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। ডায়রিয়া, জ্বর এর জন্য স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ সংগ্রহে রাখুন।

৪। নিরাপদ আশ্রয়
বাসা টিন শেড হলে বা নিচ তলায় হলে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ওয়াটারপ্রুফ বক্স এ টেপ এবং পলিথিন পেঁচিয়ে রাখুন। ফ্লোরে মাল্টিপ্লাগ রাখবেন না।
৫। শুকনো খাবার
নিরাপত্তার জন্য গ্যাস, কারেন্ট, পানি, টেলিফোন লাইন অফ থাকতে পারে। রাস্তা বন্ধ থাকতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার সংগ্রহে রাখুন।
৬। রেলিং এর উপর ফুলের টব, কনস্ট্রাকশন এর জিনিস
ফুলের টব নিরাপদ স্থানে রাখুন। খোলা যায়গায় কনস্ট্রাকশনের জিনিস রাখবেন না। বাসার পাশে নির্মানাধীন ভবন থাকলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন।
ঘূর্ণিঝড় শুরু হলে করনীয়
১। রাস্তায় থাকলে শপিং মল, মসজিদ, স্কুল বা যেকোনো বিল্ডিং এ আশ্রয় নিন। কোনভাবেই খোলা আকাশের নিচে থাকা যাবে না।
২। এই সপ্তাহে জ্যামে পড়লে গাড়ির পাশে যায়গা রেখে দাঁড়ানোর চেষ্টা করুন যেন বিপদের মুহূর্তে দরজা খোলা যায়।
৩। বিল্ডিং এ কারেন্ট এবং গ্যাস এর মেইন লাইন অফ করে দিন।
৪। দরজা জানালা বন্ধ রাখুন যাতে বাইরে থেকে ময়লা বা ভারী কিছু উড়ে এসে আঘাত করতে না পারে।৫। টিনশেড বাসা হলে বা নিচু যায়গায় হলে যদি সেইফ মনে না হয়, নিরাপদ কোথাও আশ্রয় নিন।
৬। ফোনে রেডিও শুনতে হবে। ডাটা কানেকশন অন রেখে ফেসবুক স্ক্রল করলে ব্যাটারিও দ্রুত শেষ হবে, নেটওয়ার্কও বেশি বিজি থাকবে।
৭। কোন ভাবেই ট্যাপের পানি সরাসরি খাওয়া যাবে না। ফুটিয়ে বা ভালো ফিলটার (যেমন পিওর ইট বা RO ফিলটার) ব্যবহার করতে হবে। পাথর ওয়ালা নরমাল ফিলটারে জীবাণু থেকেই যাবে।
৮। খুব বেশি জরুরি না হলে রাস্তায় বের হওয়া যাবে না। ইলেকট্রিক শক খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
৯। কল করে নেটওয়ার্ক বিজি না রেখে SMS ব্যবহার করে খোঁজ নেওয়ার চেষ্টা করুন। ডাটা কানেকশন অফ রাখুন।

সর্বোপরি উদার হওয়ার চেষ্টা করুন। বিপদগ্রস্তকে সাহায্য করার অপশন থাকলে সাহায্য করুন। নিজে ৫ তলায় থাকলেও নিচতলার ভাড়াটিয়াদের খেয়াল রাখুন। বাসার পাশের টিনশেড এর মানুষকে যায়গা দেওয়া সম্ভব হলে কার্পণ্য করবেন না।
প্রার্থনা অবশ্যই করুন>>
পোস্ট টি নিজের টাইম লাইনে কপি পেস্ট করে সবাইকে প্রস্তুত হওয়ার সুযোগ করে দিন।

Tuesday, March 26, 2019

advantage of Keyism


১। দাঁতের ক্ষয় রোধ করে।
২। এর অলিনলিক এসিড যা মুখের দুর্গন্ধ দূর
করে।
৩। মুখের ব্যাকটেরিয়া কমাতে সহায়তা করে।
৪। নিয়মিত কিশমিশ খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।
৫। শরীরের রক্ত বৃদ্ধি করে।
৬। এর পলিফেনোলিক অ্যান্টিঅক্সিডে ন্ট শরীরে
টিউমার কোষ গঠন রোধ করে।
৭। এর ফিটোনারিয়েন্টেএবং অ্যান্টিঅক্সিডে
ন্ট
চোখের জন্য খুবই উপকারী।
৮। আয়রন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ায় হাড়
মজবুত করে।
৯। হজম শক্তিবৃদ্ধি করে।
১০। অনিদ্রা ও মাথাব্যথা দূর করতে সহায়তা
করে।
১১। রক্তচাপ নিয়ন্ত্রণ করে |

আপনাদের জীবন আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
কমেন্ট করে জানান_____________________

Wednesday, March 6, 2019


ঊকমার্স থিম ডেভেলপমেন্ট & প্লাগিন ডেভেলপমেন্ট 
========================= =======
যাদের পিএইচপি-মাইএসকিউএল এবং ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সম্পর্কে ব্যাসিক ধারণা আছে
± 
এবং যারা ঊকমার্স থিম ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন 
±
এবং যারা প্রফেশনালভাবে ওয়ার্ডপ্রেস প্লাগিন ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন 
±
মূলত তাদের জন্য 
± 
 ঊকমার্স এর সব টেম্পলেট সম্পর্কে ধারণা 

# নিজের মন মত ডিজাইনে কিভাবে উকমার্স থিম বানানো যায় 
# ভিজুয়াল কম্পোজার ব্যবহার এর মাধ্যমে কিভাবে ঊকমার্স থিম ডেভেলপ করা যায় 
# কোন প্লাগিন ছাড়া কিভাবে মেগামেনু ডায়নামিক করা যায় 
# ঊকমার্স নিয়ে যতদিন কাজ করবেন সব ধরনের আপডেট নিয়ে কিভাবে কাজ করবেন 
# শপ পেজ এর ডিজাইন কিভাবে পরিবর্তন করবেন 
# কার্ট পেজ এর ডিজাইন কিভাবে পরিবর্তন করবেন 
# চেক-আউট পেজ এর ডিজাইন কিভাবে পরিবর্তন করবেন 
# কোণ প্লাগিন ছাড়া কোডিং করে নতুন পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করে কিভাবে কাজ করবেন 
# প্রথম থেকে শেষ পর্যন্ত উকমার্স থিম পুরোপুরি কিভাবে তৈরী করা যায় 
# প্লাগিন ডেভেলপমেন্ট পরিচিতি 
# WPDB ব্যবহার করে কিভাবে ডাটাবেজ ভিত্তিক কাজ করা যায় 
# Settings API নিয়ে প্রফেশনালি কিভাবে কাজ করা যায় 
# বিভিন্ন ধরনের পূর্নাঙ্গ প্রফেশনাল প্লাগিন কিভাবে তৈরি করতে হয় 
# চাহিদা অনুযায়ী কিছু বোনাস টপিক 
. 
. 
আগে থেকে যা জানা থাকতে হবে 
--------------------- 
# এইচটিএমএল & সিএসএস 
# জাভাস্ক্রিপ্ট ব্যাসিক 
# জেকোয়ারী 
# পিএইচপি ব্যাসিক 
# মাইএস্কিউএল 
# ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট ব্যাসিক 

Monday, March 4, 2019

39th & 40th Batch BCS Preparation

39 & 40 th batch viva tips 2019

is you? Where are you? Why come you? Which is your thinks?































1M -5M VIEW 2022 ONE DAY

Friday, May 6, 2022 email rss_feed code help_outline 1 Kentucky Derby 2022 2022 Kentucky Derby: Start Time and Horses to Watch The New York ...